নতুন বছরে মুক্তি পেলো ‘ব্ল্যাক ওয়ার’। সিনেমাটি ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব। কয়েক ধাপে মুক্তি পেছানোর পর গতকাল শুক্রবার দেশের ৪৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত সিনেমাটি।
এদিন সন্ধ্যায় রাজধানীর মধুমিতা সিনেমা হলে ভক্তদের সঙ্গে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা দেখেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়ক। কিন্তু শো শেষে ভক্তদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে বিপাকে পড়েন শুভ।
শো শেষ হওয়া মাত্রই ভক্তরা মঞ্চে উঠেন নায়কের সঙ্গে ছবি তুলতে। এ সময় তারা সিনেমায় দেখা শুভর সিক্স প্যাক দেখার জন্য টানাটানি করতে থাকেন। শুভও ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়ে নিরাশ করেননি। পোশাক তুলে ভক্তদের দেখিয়ে দেন বাস্তবের সিক্স প্যাক।
‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি পরিচালনা করেছেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/