রাজধানীর কাকরাইলে কাভার্ড ভ্যানচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৪০)। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার সৈয়দ আলীর ছেলে। স্ত্রীকে নিয়ে রাজধানীর সবুজবাগে থাকতেন শহিদুল।
রোববার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কাকরাইল স্কাউট ভবন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে শহিদুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. জলিল জানান, গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/