মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বন্যা কবলিত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
দেশটির জনবহুল এ অঙ্গরাজ্যে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড হয়ে যাওয়ার পর তিনি সেখানে এ সফরে যাচ্ছেন। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, বাইডেন সাম্প্রতিক প্রচন্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকা সফর করে উদ্ধার প্রচেষ্টা প্রত্যক্ষ করবেন। এক্ষেত্রে অতিরিক্ত কি পরিমাণ ফেডারেল সহযোগিতা প্রয়োজন তা পরিমাপ করা হচ্ছে।
প্রসঙ্গত, মুষলধারে বৃষ্টি, বাতাস এবং কাদামাটি বিপর্যয় ডেকে এনেছে পুরো ক্যালিফোর্নিয়া রাজ্যে। মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে, সম্পত্তির ক্ষতি হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/