আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাট জেলায় এলজিইডির আরএমপি-৩ প্রকল্পের মহিলা কর্মীদের মাঝে "ফার্স্ট এইড বক্স" বিতরণ করেন জেলা এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোঃ আলাউদ্দিন হোসেন।
আজ মঙ্গলবার সকালে জয়পুরহাট এলজিইডি কার্যালয়ে "ফার্স্ট এইড বক্স" বিতরণ করা হয়।
বিতরণ কালে নির্বাহী প্রকৌশলী বলেন, জেলার পাঁচটি উপজেলায় ৩২টি ইউনিয়নে এলজিইডি এর আরএমপি-৩ প্রকল্পের আওতাভুক্ত ৩২০ জন মহিলা কর্মী আছে। তারা প্রতিদিন রাস্তা মেরামত করার কাজে নিয়োজিত থাকে। তারা কাজ করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। তাই তারা যেন খুব অল্প সময়েই প্রাথমিক চিকিৎসা সেবা পায় সেই লক্ষ্যে প্রতি ইউনিয়নে দুটি করে "ফার্স্ট এইড বক্স" দেওয়া হল। প্রাথমিক চিকিৎসার জন্য প্রতি বক্সে স্যালাইন ৫টি, মাক্স ৫টি, ব্যান্ডেজ গজ ৩টি, এইচ প্লাস ৩পাতা, এন্টাসিড ২পাতা, সাবান ২টি, টেপ ২টি, স্যাভলন ১টি, কেঁচি ১টি, ব্যান্ডেজ তুলা ১টি আছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা এলজিইডি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীসহ পাঁচটি উপজেলার এলজিইডি অফিসের কমিউনিটি অর্গানাইজার (সিও) এবং উক্ত প্রকল্পের সুপারভাইজারগণ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/