রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার প্রায় আড়াই হাজার শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) পাঁচবিবি পৌর সভার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান সোলায়মান আলী, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহাবুব চন্দন, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরীসহ প্রমুখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/