মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জনপ্রিয় জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার রাতে ধামইরহাট পাবলিক লাইব্রেরীতে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।
ভোরের দর্পণের ধামইরহাট প্রতিনিধি এম এ মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, আব্দুল্লাহ হামিদী, আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হাসান, আব্দুল্লাহেল বাকী, জাহিদ হাসান, সাইফুল ইসলাম, শামীম রেজা, পাস্কায়েল হেমরম, সুফল চন্দ্র বর্মন, আমজাদ হোসেন, আলতাব হোসেন, মেহেদী হাসান উজ্জল, তাওসিফ ইসলাম, মেহেদী সরকার, মোস্তাফিজুর রহমান বাবু, উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও আরিফুল ইসলাম বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ, আর ভোরের দর্পণ পত্রিকা নিত্যদিন নতুন নতুন ভোরের আলো ছড়াবে বলে আমি প্রত্যাশা করি।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/