ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে ট্যালেন্টপুলসহ বিভিন্ন গ্রেডের ৩৮২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে সনদ প্রদানসহ পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা সংলগ্ন অবস্থিত থানা বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান হয়।
স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোত্তর্জা লিলি, গোপালপুর ডিগ্রি পাস অনার্স কলেজর অধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজিব হোসেন প্রমুখ
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/