চট্টগ্রাম পর্ব শেষে ফের ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সোমবার মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের প্রতিপক্ষ ঢাকা ডমিনেটর্স। ম্যাচটির জন্য প্রস্তুত হচ্ছেন কুমিল্লার পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ান। মিরপুরে রিজওয়ান কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গেও। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।
রিজওয়ান বলেন, ‘বাংলাদেশের ছেলেরা শেখার জন্য মুখিয়ে থাকে। আমি অনেকের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। একই সঙ্গে আমিও ব্যক্তিগতভাবে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে হাইলি রেট করতে চাই। সে অনেক ভালো। দলের আরো অনেকে আছে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাংকিংয়ের দুই নম্বর ব্যাটার রিজওয়ান আরো বলেন, ‘আমরা পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আলোচনা করি। বাকিরাও বলে, বাংলাদেশে সবাই আমাদের কাছে আসে, এটা-ওটা প্রশ্ন করে, চাপ সামলানো বা এসব নিয়ে জানতে চায়। আমরা আমাদের অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করি।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/