রাশিয়ার হামলা যখন তীব্র হচ্ছে, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন প্রধান সহযোগী পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
কিরিলো টিমোশেঙ্কো ছিলেন প্রেসিডেন্টের দপ্তরের উপ-প্রধান। তিনি পদত্যাগের পর জেলেনস্কিকে ‘প্রতিদিন এবং প্রতি মিনিটে ভাল কাজ করার সুযোগের দেওয়ার জন্য’ ধন্যবাদ জানান।
কিরিলোর বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যয়বহুল গাড়ি ব্যবহারের সাথে যুক্ত কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। অবশ্য তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই তার সরকারের মধ্যে রদবদল আসছে। টিমোশেঙ্কোকে বিদায় দেওয়া জেলেনস্কির সেই পদক্ষেপের অংশ বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, ইউক্রেন জোটে যোগ দেওয়ার যে আবেদন জমা দিয়েছে তা আরও অগ্রসর করতে চাইলে দেশটিকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করতে হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/