ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার বিলদহর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ম্যাচে গাইবান্ধা মহিলা ফুটবল একাদশ ৫-০ গোলে সিংড়া মহিলা ফুটবল একাদশ দলকে পরাজিত করে বিজয়ী হয়।
আগে বিলদহর খেলার মাঠটি খেলার অনুপযোগী ছিলো। ২০১৭, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টার প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে মাটি ভরট করে, মাঠটি খেলার উপযোগী করেন।
প্রতিমন্ত্রী নিয়মিত খেলাধুলার জন্য ফুটবল,ভলিবল,ক্রিকেট সেট, জার্সি ও সেচ্ছাসেবক দের গেঞ্জি প্রদান করেন।
চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান স্বপন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো: আ: মমিন মন্ডল, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন,চামারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ দুলাল,সাধারণ সম্পাদক- হাসান আলী জনি,ফাইম,টুটুল প্রমুখ।
বিলদহর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবলারদের প্রীতি ম্যাচের আয়োজন করেছিলো বিলদহর বাজারের ব্যবসায়ীক প্রতিষ্ঠান ‘তাসকিন ফার্মেসী।
’খেলায় হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/