টিপু সুলতান ঝিনাইদহ প্রতিনিধি: বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে তৃতীয় দিনের মত কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ডায়াবেটিক হাসপাতাল চত্বরে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মবিরতি কর্মসূচি পালন করে ।
দুই ঘন্টাব্যাপী ব্যানার, ফেস্টুন, লিফলেট নিয়ে সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।
এতে চীফ মেডিকেল অফিসার ডাঃ বাহারুল ইসলাম, ডেপুটি চীফ মেডিকেল অফিসার মাসুদ আহমেদ সোহেল, প্রশাসনিক কর্মকর্তা শামিম ইসলাম ও জামাল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনতি বিলম্বে বকেয়া বেতন ভাতা পরিশোধ না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/