ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে রাইচমিলের ফিতায় জড়িয়ে রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বিন্যাবাড়ি হাজীর বাজার এলাকার মুছাইক রাইচ মিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ধান ভাঙ্গানোর সময় রাইচ মিলের ফিতায় আঠা লাগাতে গিয়ে অসাবধানতাবশত হাত আটকে যায়। এ সময় তার পুরো দেহ ফিতাতে আটকে গেলে দেহের বিভিন্ন অংশ কেটে কেটে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
মর্মান্তিক এ দৃশ্য দেখে উপস্থিত একজন জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় লোকজন মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশকে খবর দেয়। ওরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ক্ষত বিক্ষত দেহাংশ উদ্ধার করে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/