পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কিছু অংশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার দুপুরে এটি আঘাত হেনেছে বলে জানিয়েছে ডন অনলাইন।
পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। এর কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তান। স্থানীয় ১২টা ৫৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছিল। এ ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪ এবং গভীরতা ছিল ৩২.৪ কিলোমিটার।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/