শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরে মাদক বিরোধী অভিযানে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃশিহাব উদ্দিন(৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
৩০ জানুয়ারি(সোমবার) দিবাগত রাত পৌনে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তি বগুড়া সদর উপজেলার সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল।
এ সময় জিরো পয়েন্ট সাতমাথার সপ্তপদী মার্কেটের পশ্চিম পাশের গেটের সামন থেকে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিহাবকে গ্রেফতার করা হয়। পাশাপাশি মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল গ্রেফতারকৃত শিহাব উদ্দিন বগুড়ার সোনাতলা উপজেলায় উপজেলার পাকুল্লা আগপাড়া এলাকার মৃত-রেজাউল করিম এর ছেলে।
র্যাব-১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শিহাব দীর্ঘদিন ধরেই জেলার বিভিন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। সোবমার রাতে তাকে গ্রেফতার করা হয়। আসামি শিহাবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/