সংসদীয় ৬টি শূন্য আসনে উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপনির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনে অনিয়মের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে, কিছু জায়গায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।
হাবিবুল আউয়াল বলেন, উপনির্বাচনে উপস্থিতির হার তুলনামূলক কম ছিল। নির্বাচনে ২০ থেকে ২৫ শতাংশ ভোট পড়ছে। তবে নিশ্চিত করে এখনই কিছু বলা যাবে না।
তিনি বলেন, অনেক জায়গায় মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হয়েছে। আশা করছি ২ থেকে ৪ ঘন্টা পর রিটানিং কর্মকর্তার দপ্তর থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
সিইসি বলেন, চলতি বছরের ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সব ধরনের চেষ্টা করবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/