বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন তিনি। তবে টুর্নামেন্ট শেষ না করেই পাকিস্তানি ফিরে গেলেন এই তরুণ।
আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে বিপিএল ছেড়েছেন নাসিম। বাংলাদেশ ছাড়ার সময় জানিয়েছেন বিপিএলের প্রতি তাঁর মুগ্ধতার কথা। নিজের ভেরিফাইড টুইটারে নাসিম লিখেছেন, ‘বিদায় বাংলাদেশ! প্রথমবারের মতো বিপিএলে খেলাটা দারুণ এক অভিজ্ঞতা ছিল। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরবর্তী ম্যাচগুলোর জন্য শুভকামনা রইলো। শিগশিগরই দেখা হবে।’
নাসিম যে তিন ম্যাচ খেলেছেন সেই তিনটি ম্যাচেই জয় পেয়েছে কুমিল্লা। চলতি আসরে ৯টি ম্যাচের ৬টিতেই জিতেছে তারা, এরই মধ্যে প্লে-অফও নিশ্চিত করে ফেলেছে দলটি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/