তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত অনুমান ৫টার দিকে ভাঙ্গা উপজেলার ঈশ্বরদী তারাইল এলাকায় ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে এ সময় ওই এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে তিন কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।
আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ।
আটকরা হলেন, জেলার কোতয়ালী থানাধীন দয়ারামপুর এলাকার নুরুল প্রমাণিকের ছেলে মো. মিলন প্রমাণিক (৩৫) ও একই এলাকার মোবারক ফকিরের ছেলে কাওছার ফকির (৩৭)।
এ ব্যাপারে এসআই মোঃ ইমানুর হোসেন বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেন বলে জানান তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/