শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধি:বগুড়ার কাহালুতে প্রাচীনকালের পিতলের তৈরি মূর্তি আকৃতির হাতিয়ার বা রক্ষা কবজ(ধ্বজ) উদ্ধার করেছ পুলিশ।
সোমবার(০৬ফেব্রুয়ারি) বিকালে বগুড়ার কাহালু উপজেলার বুড়ইল গ্রাম থেকে ওই বস্তুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (০৬ ফেব্রুয়ারি) বিকালে উপজপলার বড়ইল গ্রামের নুর আলমের স্ত্রী মোছাঃ শিউলী বেগম তাঁর বাড়ির পা্শ্বে একটি পুকুর পাড়ে প্রাচীনকালের মূর্তি আকৃতির হাতলের মত ওই রক্ষা কবজ দেখতে পান।পরে পুলিশকে খবর দিলে কাহালু থানার এসআই এনামুল ওই বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
০৭ ফেব্রুরায়ি(মঙ্গলবার) কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উদ্ধার হওয়া ওই রক্ষা কবজটির বিষয়ে নিশ্চিত করে জানান,উদ্ধার করা বস্তুটি আদালতের মাধ্যমে মহাস্থান যাদুঘরে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে।
প্রত্নতত্ব বিভাগের কাস্টেডিয়া রাজিয়া সুলতানা জানান,উদ্ধার হওয়া বস্তুটির বিষয়ে কাহালু থানা পুলিশ আমাদেরকে আবগত করেছেন।তিনি আরও জানান উদ্ধার হওয়া বস্তুটির নাম ধবজা। এটি পিতলের তৈরির এক ধরনের রক্ষা কবজ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/