পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে বাস ও কারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২১ জন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও ৫ জন কারের যাত্রী।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাস ও কারের মধ্যে সংঘর্ষের ঘটনার পর দুটি গাড়িই খাদে পড়ে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান বলেছেন, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিলো, আর কারটি বিপরীত দিক থেকে আসছিলো। দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতসংখ্যক যাত্রী ছিলেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে, একইসঙ্গে কারটিতে থাকা যাত্রী সংখ্যার তথ্যও জানার চেষ্টা চলছে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া আহতরা যেন যথাযথ চিকিৎসা পায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক তথ্যনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/