টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠনের নামে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করেছে র্যাব-৬।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে কালীগঞ্জ -কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার তালেশ্বার এলাকার রবিন কুমার দাস(৫০), আওয়াল হোসেন(৪০), আনজু (৫০), এবং এসএম ফারুখ খান(৪২) ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে র্যাব কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক জানায়, কালীগঞ্জের মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে চাঁদাবাজি চলছে এমন খবরে অভিযান চালায় র্যাব।
সেসময় তালেশ্বর নামক স্থান থেকে চাঁদাবাজির সময় হাতে নাতে রবিন দাস, আওয়াল হোসেন, আনজু ও এসএম ফারুখ খান নামের ৪ জনকে আটক করা হয়।
তারা সড়কে চলাচল করা যাববাহনের চালকদের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজি করে আসছিলো বলে জানিয়েছে র্যাব। আটককৃতদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদা আদায়ের রশিদ বই ০১ বান্ডিল ও চাঁদার নগদ-২১৬০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/