বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিনী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর রওনা হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকের পরামর্শ মোতাবেক ৯ ফেব্রুয়ারি রাত ১ টা ৩০ মিনিটে সিঙ্গাপুর গেছেন তারা।
তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা নেবেন সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে এবং রাহাত আরা বেগম চিকিৎসা নেবেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
আগামী সপ্তাহে তাদের দেশে ফিরার কথা রয়েছে। মহাসচিব দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, কিছুদিন আগে কারাগারে থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। তার নিয়মিত চেকআপও করা হয়নি। এ জন্য শারীরিক চেকআপ করাতে সিঙ্গাপুরে গেলেন তিনি।
উচ্চ রক্তচাপ, আইবিএস, মেরুদণ্ড, দাঁতের সমস্যা, ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশকিছু রোগে আক্রান্ত মির্জা ফখরুল। কয়েক বছর ধরেই চিকিৎসা নিতে সিঙ্গাপুর পাড়ি জমাচ্ছেন তিনি। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে সিঙ্গাপুর গিয়েছিলেন বিএনপি মহাসচিব।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/