পর্তুগালে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছেন। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আবদুল মমিন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মাধবপুর গ্রামে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাইসাইকেলযোগে ফুড ডেলিভারিতে কর্মরত অবস্থায় একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে ধাক্কায় আহত হন। পরে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর জন্য পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও বিভিন্ন নেতৃবৃন্দ উদ্যোগ গ্রহণ করেছেন। এ উপলক্ষে রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলের মিনহালস কিচেন রেস্টুরেন্টে আগামী শনিবার (১১ ফেব্রুয়ারি) বাদ মাগরিব পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন একটি আলোচনা সভার আহ্বান জানিয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/