টিপু সুলতান ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাগাছ সহ তুষার খান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জেলার কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের নজরুল খানের ছেলে নিজ বাড়ির উঠানের বাথরুমের পাশে গাঁজাগাছ লাগিয়ে পরিচর্যা করছে।
এমন সংবাদে ডিবি পুলিশের এসআই আবু সায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১২টার সময় নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে ৮ ফুট ২ ইঞ্চি লম্বা এবং ২ কেজি ওজনের একটি তাজা গাঁজা গাছ (যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা) উদ্ধার করা হয়। এসময় নজরুল ইসলামের ছেলে তুষারকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) টেবিলের ১৮(ক) ধারায় মামলা দিয়ে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/