ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে শহরের হরিশপুর বাইপাস এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব। এসময় অভিযানে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা গেছে, নাটোর শহরের হরিশপুর বাইপাস থেকে বনবেলঘড়িয়া বাইপাস পর্যন্ত। এবং শহরের মাদ্রাসা মোড় থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত অবৈধ উচ্ছেদ অভিযান করা হবে।
মহাসড়কের জায়গা দখল করে রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় প্রশাসন স্থাপনা সরিয়ে নিতে সময় নির্ধারণে মাইকিং করে প্রচারণা করে। এরপর এসব এলাকার রাস্তার পাশে পাঁকা-আধাপাঁকা শত শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নেমেছে প্রশাসন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব বলেন, আদালতের নির্দেশ অনুয়ায়ী আমাদের এ উচ্ছেদ অভিযান চলছে। হরিশপুর বাইপাস থেকে বনবেলঘড়িয়া বাইপাস পর্যন্ত যত অবৈধ স্থাপনা রয়েছে সব উচ্ছেদ করা হবে। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আগেই মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। দুইদিন এ অবৈধ উচ্ছেদ অভিযান কার্যক্রম চলবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/