রাজধানীর তুরাগে বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার পথে মেট্রোরেল দুই নম্বর স্টেশনের পাশের রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাদী মোছা. সাজেদা খুকি (৫০) ও নাতিন মোছা. রাফিয়া আক্তার (০৬) । এ ঘটনায় মোটরসাইকেলচালক আরাফাত হোসেনকে (২২) আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, মেট্রোরেলের ২নং স্টেশনের নিচের রাস্তায় মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাজেদা বেগম মারা যায়। শিশু রাফিয়াকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ আর মাজেদা বেগমের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/