যুক্তরাষ্ট্রের টেক্সাসের সিয়েলা ভিসতা শপিংমলে হামলা করেছে এক বন্দুকধারী। এতে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার বিকালে টেক্সাসের এল পাসো শহরের ওই মলে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
এ বিষয়ে স্থানীয় পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ সাংবাদিকদের জানান, গোলাগুলির ঘটনার পর সন্দেহভাজন দুই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনার উদ্দেশ্য এখনো জানা যায়নি।
তিনি আরও বলেন, গোলাগুলির সঙ্গে সঙ্গে লোকজন আতঙ্কে পালিয়ে যায়। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বন্দুক হামলার পর পরই ঘটনাস্থলের পার্কিং লটে পুলিশের টহল গাড়ি এসে ভিড় করে।
প্রসঙ্গত, ওয়ালমার্ট স্টোরের পাশে অবস্থিত সিয়েলা ভিসতা নামক এই শপিংমলে ২০১৯ সালের ৩ আগস্ট এক বন্দুক হামলায় ২৩ জন নিহত হয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/