ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় পৌনে তিন বিঘা জমির ভুট্টা ফসল কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীক‚জা মাঠে কৃষক আবুল হোসেনের জমিতে এমন ঘটনা নজরে আসে স্থানীয়দের। এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই কৃষকের।
কৃষক আবুল হোসেন বলেন, নন্দীক‚জা এলাকার মৃত আদালতের মেয়ে মতেজানের নিকট থেকে জমিটি সাড়ে তিন লাখ টাকায় বন্ধকী নিয়েছেন তিনি। সেই জমিতে প্রায় একমাস আগে ভুট্টার বীজ রোপণ করেছেন। বীজ থেকে চারা গাছ গুলো গজালে সেচ ও সার দিয়ে সবেমাত্র গাছগুলো দেখার মতো হয়ে উঠেছে।
এমন সময় দুর্বৃত্তরা শত্রুতা করে রাতের আঁধারে ঘাস পুড়ানো কীটনাশক স্প্রে করে তাঁর জমির সব ভুট্টা গাছ গুলো পুড়িয়ে দিয়েছেন। জমি তৈরি, সার, বীজ, কীটনাশক, শ্রমিক এবং সেচে তাঁর ইতিমধ্যে ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা খরচ হয়েছে।
তিনি আরো বলেন, কৃষি কাজ করেই তাঁর সংসার চলে। শত্রæতা করে তাঁর জমির ফসল গুলো নষ্ট করা হয়েছে। এখন তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
এব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায় বলেন, ঘটনাটি অত্যন্ত গর্হিত কাজ। তিনি শুনতে পেয়েই উপসহকারী কৃষি কর্মকর্তাকে পরিদর্শনের জন্য পাঠিয়েছেন। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক পাট ফসল চাষাবাদ করতে আগ্রহী হলে তাঁকে প্রণোদনার আওতায় নিয়ে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হবে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মৌখিকভাবে বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শনের জন্য ইতিমধ্যে পুলিশ সদস্য প্রেরণ করেছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/