ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান স্লোগান নিয়ে সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরেও ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত প্রতিটি শিশুকে ভিটামিন এ খাওয়ানোর উৎসব চলছে।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নাটোরের গুরুদাসপুর উপজেলার প্রতিটি ক্যাম্পে প্রতিটি শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।
সরজমিনে গিয়ে দেখা যায় পৌর এর প্রতিটি ক্যাম্পে অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে এসে ভিটামিন এ খাওয়াচ্ছেন।
অভিভাবক প্রভাষক মোঃ ফিরোজুল ইসলাম বলেন আমার বাচ্চার বয়স তিন বছর তাই ভিটামিন এ খাওয়ালাম এবং সরকার প্রদত্তই ভিটামিনের গুণগত মান অত্যন্ত ভালো যার কারনে বাচ্চাকে নিয়ে এসেছি ভিটামিন এ খাওয়াতে।
গুরদাসপুর পৌর সদরে খ/১ ক্যাম্পে দায়িত্ব প্রাপ্ত সাংবাদিক ইমাম হাছাইন পিন্টু জানান প্রতিবছরের ন্যায় এবারেও ভিটামিন এ ক্যাম্পিং উৎসব চলছে সরকার প্রদত্ত এ ভিটামিনের গুণগত মান অত্যন্ত ভালো যার কারণে বাচ্চাদের এ খাওয়াচ্ছি।
তিনি আরো জানান ভিটামিন এ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়রিয়ার ব্যক্তি কাল ও জটিলতা কময় এবং শিশুর মৃত্যুর হার ঝুঁকি কমান।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা যায় ভিটামিন এ দুইভাবে খাওয়ানো হচ্ছে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত শিশুদের নীল ক্যাপসুল যার লক্ষ্যমাত্রা ৩৯৯০ আর ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের লাল ক্যাপসুল যার লক্ষ্যমাত্রা ৩১ হাজার।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/