টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গরিব অসহায় মহিলার মাঝে ৩০ কেজি করে সরকারি ভিজিডি'র চাল বিতরণের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন এর সভাপতিত্বে ভিজিডি'র মাসিক ৩০ কেজি করে চাল বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস ও আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান শীবলি নোমানী, রায়গ্রাম ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আলী হোসেন অপু,সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল চক্রবর্তী সহ ইউপি সদস্য ও স্থানীয় গর্ণমাণ্য ব্যাক্তবর্গ।
এ চাল বিতরণ অনুষ্ঠানের ১৩৬ জন মহিলাদের মাঝে ৩০ কেজি করে মাসিক চাল দিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা সহ বিতরণ করেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/