বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ১৯৯ পিস ইয়াবাসহ আসাদুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের হাদিসমোড় এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত আসাদুল লালপুরের বেলগাছি মধ্যপাড়া এলাকার দুলাল উদ্দিনের ছেলে।
র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ওই যুবক দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় ও ওই ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/