সিলেট প্রতিনিধি: দক্ষিণ সুরমাল বরইকান্দি এলাকায় সুরমাপারে পাওযা বস্তাবন্দী লাশের পরিচয় পাওয়া গেছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বস্তাবন্দী অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
লাশ উদ্ধারের দুইদিন পরে সেই লাশের শনাক্ত হয়েছে। লাশের ব্যক্তির নাম সাজ্জাদ আলী (৩৫)। তিনি সিলেটের জালালাবাদ থানা, বসন্তরাগাঁওয়ের মৃত সোয়াব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান তালুকদার।
তিনি জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/