মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বনরুপা রোডের মাথায় এক যুবকের ছুরিকাঘাত নারী পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ওই ঘটনাটি ঘটেছে বলে জানান পুলিশ।
নীলফামারীর সৈয়দপুর থানার দক্ষিণ নিয়ামতপুর এলাকার তাজুল ইসলামের মেয়ে তানজিলা আক্তার (১৮)। সে গাজীপুরের চান্দনা চৌরাস্তা বনরুপা এলাকার ভাড়া বাসায় স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ওই নারী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করে। কারখানা ছুটির পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে স্থানীয় বনরুপা রোড ধরে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ওই যুবক তার পথরোধ করে।
তাদের মধ্যে দস্তা দোস্তির এক পর্যায়ে ওই নারীকে ছুরিকাঘাত করে। এতে ওই নারীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এঘটনায় তাৎক্ষণিক স্থানীয় লোকজন ওই যুবককে ধরে গণধোলাই দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সানোয়ার জাহান বলেন, এক যুবক পথরোধ করে স্থানীয় পোশাক কারখানার এক শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
এঘটনায় স্থানীয় লোকজন ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আমরা এখনো নিশ্চিত হতে পারছি না সে ছিনতাই করার ক্ষেত্রে নাকি পূর্ব শত্রুতার জেড়ে হত্যা করেছে। কারণ ওই যুবক গণধোলাই দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে।
নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/