ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলায়তনে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা খুশি খাতুন গুরুদাসপুর অফিসার ইন চার্জ ওসি মোহাম্মদ আব্দুল মতিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাফি, খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, সাংবাদিক আলী আক্কাছ,সাংবাদিক ইমাম হাছাইন পিন্টু, মশিনদা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বারী প্রমূখ।
সভায় আগামী রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং এর ওপর গুরুত্ব আরোপ করা হয়। এবং নিত্য প্রয়োজনীয় পন্যের দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এবং ফরমালিনমুক্ত খাবার খাওয়ার উপর বেশি গুরুত্ব দেওয়া হয ও সবাইকে নিরাপদ খাদ্য গ্রহণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/