ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস ২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (১ মার্চ) জাতীয় বীমা দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলায়তনে এসে শেষ হয়। এ সময় জীবন বীমা কর্পোরেশন সহ অন্যান্য বীমা প্রতিনিধিরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মোছাম্মদ খুশি র্যালি খাতুন, সাংবাদিক ইমাম হাছাইন পিন্টু, জীবন বীমার উন্নয়ন অফিসার মোঃ রাশিদুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন বীমা একটি রক্ষা কবচ তাই ভবিষ্যৎ প্রয়োজনে নিজের এবং পরিবারের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে উপস্থিত সবাইকে সরকার ঘোষিত বীমার আওতায় আসার আহ্বান জানান এবং বীমা পেশার সাথে জড়িত সকলের মঙ্গল কামনা করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/