ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। তবে দলীয় ৩৩ রানেই প্রথম উইকেটের পতন ঘটেছে টাইগারদের। ব্যক্তিগত ১৫ বলে ৭ রান করে বিদায় নিয়েছেন ওপেনার লিটন দাস। ইংলিশ পেসার ক্রিস ওকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন টাইগার এই ওপেনার।
অন্যপ্রান্তে ব্যাট করছেন তামিম ইকবাল। ব্যক্তিগত ১৭ রান করে ক্রিজে রয়েছেন টাইগার এই অধিনায়ক। এদিকে তিনে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। ইংল্যান্ড সিরিজ দিয়ে টাইগার স্কোয়াডে ফিরেছিলেন তাইজুল ইসলাম। রয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে দলেও।
এই মুহূর্তে ৭ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেট হারিয়ে রান ৩৮। ক্রিজে রয়েছেন তামিম এবং শান্ত।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/