শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় দুর্নীতি দমন কমিশন( দুদক) এর গণশুনানিতে ২০টি সরকারি দপ্তরের বিরুদ্ধে ৩৪ টি অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।
বুধবার ০১ মার্চ সকাল ১০ টার দিকে দুর্নীতি দমন কমিশন
(দুদক) এর আয়োজনে বগুড়া শহরের অ্যাডওয়ার্ড পৌর পার্কের শহীদ টিটু মিলনায়তনে ওই গণশুনানি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) করিশনার(অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান।
জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সেবা সহজীকরণ এবং হয়রানি বা দুর্নীতি বন্ধে জন্য এই গণশুনানির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন দুদক।
দুর্নীতি দমন করতে সকলের সহযোগিতা কামনা করে এ সময় কমিশনার ড. মোজাম্মেল হক বলেন,দুদক একাই সবকিছু করতে পরা না। তাই আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন।
তিনি আরও বলেন,বগুড়ার মানুষ অধিকারের বিষয়ে অত্যন্ত সচেতন। এছাড়াও সাংবাদিকদের সাহসী মানসিকতা আমার খুব ভালো লেগেছে।
আপনারা সবাই যখন নিজ নিজ জায়গা থেকে আমাদের সহযোগিতা করবেন তখন দুর্নীতি নির্মূল করা আমাদের জন্য সহজ হবে।
বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম সবার পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন,কারো ভয়ে বা চোখ রাঙানোয় চুপ করে না থেকে আমাদের জানাবেন।
আমারা আপনদের সহযোগিতা করবো।আপনাদের পাশে থাকবো সবসময়।
এ সময় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন,জনগণের সেবা নিশ্চিত করার দায়িত্ব আমাদের।
কেননা সেবার মানসিককতার যদি ব্যাঘাত ঘটে তবে সেটা দুর্নীতির আওতায় পড়ে।আর্থিক দুর্নীতির মতোই এটাও এক প্রকারের দুর্নীতি তাই আমাদের সেবার মানসিকতা নিয়ে কাজ করে যেতে হবে।
গণশুনানির ওই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন,রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান।
এ সময় উপস্থিতি ছিলেন, বগুড়া জেলা প্রশাসনের কর্মকড়তাগণ, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, কাউন্সিলরবৃন্দ ও সাধারণ জনগণ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/