চিকিৎসকদের টানা কর্মবিরতিতে খুলনায় চিকিৎসাসেবা ভেঙে পড়েছে। সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসক না থাকায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। চিকিৎসাসেবা না পেয়ে বহু রোগীকে হাসপাতালের গেট থেকে ফিরে যেতে দেখা গেছে।
কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম শুক্রবার রাতে জানিয়েছিলেন, বিএমএ নেতাদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। আজ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদও জানান তিনি।
তবে বিএমএ এখন পর্যন্ত এ বিষয়ে কোন ঘোষণা দেয়নি। চিকিৎসকরাও কাজে যোগ দেননি।
তারা জানিয়েছেন, অভিযুক্ত এএসআই নাঈমকে গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মসূচি চলবে।
প্রসঙ্গত, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার শেখ নিশাত আব্দুল্লাহর উপর হামলাকারী পুলিশের এসআই নাঈমুজ্জামানকে গ্রেফতার ও তার স্ত্রী নুসরাত জাহানের দায়ের করা কাউন্টার মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা।
কর্মবিরতির কারণে চরম সংকটে পড়েছে খুলনার চিকিৎসা ব্যবস্থা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/