সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)ঃ মানিকগঞ্জের সিংগাইর-মানিকনগর সড়কের প্রায় ৯ কিলোমিটার রাস্তার সংস্কার কাজে ধীরগতিতে ধুলা-বালুতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ওই রাস্তায় চলাচলকারি যাত্রী সাধারণ ও এলাকাবাসি।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৪ বছর আগে ১২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ৯ কিলোমিটার সড়কটির সংস্কার ও উন্নয়নের কাজ হাতে নেয় উপজেলা প্রকৌশল অফিস।
প্রথমে ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান টেন্ডার পেয়ে ভেকু দিয়ে রাস্তা খুড়া-খুড়ির কাজ শুরু করে। এর পর আর কোনো কাজ না করায় ২ বছর অতিবাহিত হয়।
চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পুনঃ দরপত্রে ঢাকাস্থ এমবিইএল ও সোনার বাংলা নেভিগেশন কাজ পায়। প্রায় ৪ মাস আগে প্রতিষ্ঠানটি সড়কটির সংস্কার কাজ শুরু করে।
কিন্তু কাজের ধীর গতি হওয়ায় এবং নিয়মিত পানি দিয়ে কিউরিং না করায় ধুলা-বালিতে ওই এলাকায় বসবাস করার অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে,আলীনগর গ্রামের সেলুন দোকানদার দেলোয়ার হোসেন বলেন, সকালে ঘুম থেকে জেগে দেখি শরীরে ধুলার আবরণ পড়ে গেছে।
শায়েস্তা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর আলী বেপারী বলেন, সড়কের পাশে বাড়ি হওয়ায় রান্না করা ভাত তরকারিতে প্রতিনিয়ত ধুলা-বালু পড়ছে।
আর ওগুলো আমাদের খেতে হচ্ছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার বলেন, ধুলা-বালির কারণে বাড়িতে বসবাস করা দায় হয়ে পড়ছে।
ওধুধ কোম্পানির প্রতিনিধি টুটুন দাস বলেন, প্রতিদিন মোটর সাইকেলযোগে একাধিকবার সড়কটি দিয়ে যাতায়াত করতে হয়। মাস্ক পড়লেও রেহাই নেই, নিঃশ্বাসের সাথে ফুসফুসে যাচ্ছে ধুলা-বালু।
সিএনজি চালক রাসেল বলেন, ভাঙ্গা এ সড়কটিতে আর গাড়ী চালাতে ইচ্ছে করে না। ঠিকাদার যেভাবে কাজ করছে তাতে কতো বছর যে লাগবে আল্লাহ জানেন।
সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফারহানা নবী বলেন, দীর্ঘদিন অতিরিক্ত ধুলা-বালু নিঃশ্বাসের সাথে মানব দেহে প্রবেশ করলে এ্যাজমা, হাঁপানী, সিওপিডি এবং ব্রংকাইটিস হতে পারে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধীকারি মো. ফরহাদ হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন ধুলা-বালুতে জন-দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ঠিকাদারকে বলা হয়েছে।
বর্তমানে কাজের গতি সন্তোষজনক। আশা করছি কিছুদিনের মধ্যেই অবস্থার পরিবর্তন ঘটবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/