পর পর বিস্ফোরণের ঘটনা সন্দেহজনক: মির্জা আজম

আপডেট: March 8, 2023 |

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা অত্যন্ত সন্দেহজনক। এখানে নাশকতা আছে কি না তা সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে। ’

বুধবার (৮ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গুলিস্তানে বিস্ফোরণে আহতদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় অসুস্থদের দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন মির্জা আজম।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে বিস্ফোরণের ওই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৯ জন। এদের মধ্যে ১৬টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের শরীরের ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালটির প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, এর মধ্যে ৩ জনকে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে, যাদের দুইজন লাইফ সাপোর্টে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১২০ জনের বেশি। এর মধ্যে বর্তমানে ২০ জন বিভিন্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তবে একজনের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর