পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) বিকেল তিনটায় শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে সমাপনী টুর্নামেন্টের উদ্বোধন করেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, ভাঙ্গুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকিবিল্লাহ,জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক সহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাপনী খেলায় ভাঙ্গুরা উপজেলা ও সাথিয়া উপজেলা অংশগ্রহণ করেন ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/