শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় নৈশ্য কোচের ধাক্কায় মাসুদ রানা (৪২) নামের এক সিএনজি চালক ঘটনা স্হলেই নিহত হয়েছে।
বৃহস্পতিবার ০৯ মার্চ ভোর রাত,সাড়ে ৪ টার দিকে ঢাকা- নওগাঁ মহাসড়কের আদমদীঘি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে স্হলেই মাসুদ রানা নামে এক সিএনজি চালক নিহত হয়।
নিহত সিএনজি চালক মাসুদ রানা বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের সুদিন গ্রামের হাসেম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ টায় মাসুূদ রানা তাঁর সিএনজি চালিয়ে আদমদিঘী বাসস্ট্যান্ড পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি অজ্ঞাত নৈশ্য কোচ সিএনজিটিকে ধাক্কা দেয়।
এসময় সিএনজিটি দুমড়ে-মুচরে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক মাসুদ মারা যান। তবে সিএনজিতে কোনো যাত্রী ছিলনা। নিততের পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।
আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান,নিহত সিএনজি চালক মাসুদের মরদেহ তাঁর পরিবারের লোকজন নিয়ি গেছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/