কার্যত ইতিহাস তৈরি করে ফেলল নাসা। এই প্রথম পৃথিবীর মানুষ মঙ্গলের কোনো শব্দ শোনার সুযোগ পাবে। নাসার মহাকাশ যান ইনসাইট ল্যান্ডার মঙ্গলে পৌঁছেছিল গত ২৬ নভেম্বর। এবার সেই যান দ্বারা সংগৃহীত মঙ্গলের বাতাসের শব্দ প্রকাশ করল নাসার জেট প্রোপালসান ল্যাবরেটরি।
গবেষকরা বলছেন, এই প্রথম মঙ্গল থেকে আগত কোনো শব্দ মানুষ শুনতে পাবেন। গত শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে নাসা এই শব্দটি প্রকাশ করে। নাসার বিশেষজ্ঞদের মতে শব্দটি মূলত ‘অপার্থিব’। মঙ্গলের হাওয়ায় কার্বন ডাই অক্সাইডের প্রাবল্য আছে। বাতাস খুবই পাতলা।
গবেষকদের অনুমান, মূলত ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। নাসার এক পর্যবেক্ষক লরি গ্লেজ বলছেন, ‘‘আমরা এক নতুন বিজ্ঞানের সাক্ষী হলাম। এটা সত্যিই আনন্দের সময়।’’
https://www.youtube.com/watch?v=yT50Q_Zbf3s
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/