মাছুদ পারভেজ ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় মাদ্রাসার এক । ছাত্রের মৃত্যু হয়েছে। রাস্তা পারাপারের সময় চলন্ত ট্রাকের চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহত শিশুর স্বজনরা।
আজ শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার জৈনা টু কাওরাইদ সংযোগ সড়কের আবদার গ্রামের কলেজমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা ছাত্র জুবায়ের হোসেন (৯) উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের মো. নূরুল হকের ছেলে। সে একই গ্রামের আল জামিয়াতুল ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র।
নিহত শিশুর প্রতিবেশী চাচা মনির হোসেন আজকের পত্রিকা বলেন, ট্রাক চাপায় মৃত্যুর খবর জানতে ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনায় কবলিত ট্রাক ও ঘাতক চালককে আটক করা হয়েছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/