চলতি বছর যতগুলো ম্যাচ খেলেছে ইংল্যান্ড দল, কোন ম্যাচেই তারা টস জিততে পারেনি। বাংলাদেশে এসেও দুর্ভাগ্যের ধারা অব্যাহত রইল। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস ভাগ্য পক্ষে পেলেন সাকিব আল হাসান। এবারও আগে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছেন তিনি।
প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একাদশে একটাই বদল এনেছে স্বাগতিকরা। শামীম হোসেন পাটোয়ারির বদলে একাদশে এসেছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
ইংল্যান্ডও একাদশে একটা বদল এনেছে। পেসার মার্ক উডের জায়গায় খেলছেন লেগ স্পিনার রেহান আহমেদ।
বাংলাদেশের একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।
ইংল্যান্ডের একাদশ: জস বাটলার, ফিল সল্ট, ডাভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, রেহান আহমদ, আদিল রশিদ, জোফরা আর্চার।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/