সিংগাইর প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে প্রকাশ্য দিবালোকে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন।
রোববার (১২ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত- মুক্তা আক্তার(২২) ওই এলাকার লুৎফর রহমানের মেয়ে।স্বামী রাজু আহমেদ(২৬) পার্শ্ববর্তী ধল্লা ইউনিয়নের চর গাজিন্দা গ্রামের পলাশ আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক কলহের জের ধরে স্বামী রাজু আহমেদ ক্ষিপ্ত হয়ে শ্বশুর বাড়ীতে গিয়ে স্ত্রীকে শ্বাসরোধ ও এলোপাথারি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।
পরে বাড়ীর লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় স্বামী রাজু আহমেদ পলাতক রয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার সেকেন্ড অফিসারএস আাই রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/