সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । ইতিমধ্যেই পত্রিকাটি ভিন্নধর্মী পত্রিকা হিসেবে পাঠকের মনে স্থান করে নিয়েছে। এ ছাড়া চার বছরেই দেশ রূপান্তর মানুষের আস্থা অর্জন করতে ও সক্ষম হয়েছে ।
রোববার (১২মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে সিংগাইর পৌরসভা সম্মেলন কক্ষে দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এসব কথা বলেন।
আলোচনা সভায় দৈনিক দেশ রূপান্তরের সিংগাইর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম তানভীরের সঞ্চালনায় ও সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি মোঃ মাসুম বাদশাহ, কোষাধ্যক্ষ মো. সোহরাব হোসেন (দৈনিক নয়াদিগন্ত ও বৈশাখী নিউজ ২৪ ডট নেট), মো. রাকিবুল হাসান বিশ্বাস (দৈনিক প্রতিদিনের সংবাদ)।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-দৈনিক অধিকার প্রতিনিধি মিলন মাহমুদ, নয়াপাড়া মডেল একাডেমির পরিচালক মোঃ সারোয়ার হোসেন, যুবলীগ নেতা আল মামুন, ব্যবসায়ি মোঃ জয়নাল মোল্লা, মোঃ মোজাফফর হোসেন ও স্থানীয় ব্যবসায়ি এবং গন্যমান্য বক্তিবর্গ।
আলোচনা সভা শেষে পত্রিকাটির সাফল্য কামনা করে অতিথিরা কেক কেটে ‘দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/