ইবি প্রতিনিধি : ঝিনাইদহের হরিনাকুন্ডের শিতলিতে হাজি বিশারত আলী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ) দিনব্যাপী শিতলি হাজী বিশারত আলী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
এসময় স্কুলের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. বিশারত আলীর সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান মো. ফাইজুর রহমান জোয়ার্দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু। অনুষ্ঠান উদ্বোধন করেন, যুগ্ম জেলা ও দায়রা জর্জ মো. শাজাহান আলী শিপন।
ক্রীড়ানুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ জোয়ার্দার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, স্কুলের সহকারী শিক্ষক মো. স্বপন মোল্লা।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন বলে জানা যায়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/