শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ওই গৃহবধূর চাচা এবং অপরজন হলো ফুফাতো ভাই।
শনিবার(১১ মার্চ) রাতে ওই ভুক্তভোগী নারী থানায় ধর্ষণের মামলা দায়ের করার পর পরই পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
রোববার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জেলানী।
মামলার বরাত দিয়ে ওসি জিলানী জানান,গত ৭ মার্চ রাতে চাচার জোরপূর্বক ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পরে ৯ মার্চ রাতে ওই নারীর ফুফাতো ভাইও তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।
পরদিন ১০ মার্চ শনিবার দুজনে একসাথে আবারও ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ এবং মারপিটসহ শারীরিক নির্যাতন করপ তারা।
এঘটনায় শনিবার রাতে ওই নারী বাদী হয়ে তার চাচা ও ফুফাতো ভাইকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মামলা দায়ের পর অভিযান চালিয়ে আসামীদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/