আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তবে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কে, তা অনিশ্চিত ছিল। এই তালিকায় ছিল ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার নাম। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল।
ক্রাইস্টচার্চ টেস্টে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। লঙ্কানদের দেয়া ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিন ম্যাচের শেষ বলে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় কিউইরা। এই হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় লঙ্কানদের। এতে শেষ পর্যন্ত টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের ফাইনালের টিকিট পায় ভারত।
এদিকে নিজেরা ম্যাচ জিতলেও টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠা হলো না নিউজিল্যান্ডের। গত আসরে বিরাট কোহলির ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কিউইরা। এছাড়া শেষ দিকে আশা জাগিয়েও রেস থেকে বাদ পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আগামী জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট শিরোপার লড়াইয়ে খেলবে রোহিত-কোহলিরা।
নিউজিল্যান্ড-শ্রীলংকা ক্রাইস্টচার্চ টেস্টের পর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১১ জয়ে সংগ্রহ করেছে ১৪৮ পয়েন্ট, জয়ের হার ৬৮.৫২ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ ১২৩ পয়েন্ট, জয়ের হার ৬০.২৯ শতাংশ।
আহমেদাবাদ টেস্ট ভারত যদি হেরে যায়, তাহলেও তাদের সর্বনিম্ন জয়ের হার হবে ৫৭ শতাংশ। আর শ্রীলঙ্কা যদি পরের টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েও দেয়, তারপরও তাদের সর্বোচ্চ জয়ের হার হবে ৫৬ শতাংশ। তাই ফাইনালের আগেই রোমাঞ্চ ছড়িয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/