স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সরকারের আইসিটি ডিভিশন পরিচালিত এসপায়ার টু ইনোভেইট (এটুআই) প্রোগ্রামের একশপ-এর সাথে যৌথভাবে আজ সোমবার (১৩ মার্চ) কার্যক্রম শুরু করল প্রসিদ্ধ দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস যাচাই ডট কম লিমিটেড।
একশপ বিশ্বের প্রথম সহায়ক গ্রামীণ ই-কমার্স আর্কিটেকচার প্ল্যাটফর্ম।
আইসিটি বিভাগে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে দু পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই যৌথযাত্রার প্রথম পদক্ষেপ গ্রহণ করেন।
অনুষ্ঠানে এটুআইয়ের পক্ষে যুগ্ম প্রজেক্ট ডিরেক্টর নাহিদ সুলতানা মল্লিক, এটুআইয়ের ই-কমার্স প্রধান রেজওয়ানুল হক জামি সহ একশপের উর্ধ্বতন কর্মকর্তা এবং যাচাই ডট কম লি.-এর পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ২০২২ সালে ই-কমার্স কোম্পানি যাচাই ডট কম লিমিটেড ও একশপ-এর পারস্পরিক সেবা আদান-প্রদানের নিরিখে আইসিটি বিভাগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সম্পাদিত হয়।
আজকের নবযাত্রা সেই পারস্পরিক সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় নেয়া প্রথম পদক্ষেপ, যার মাধ্যমে যাচাই ডট কম একশপ-এর সাথে যৌথভাবে ক্রেতা সেবা উন্নয়নে কাজ করবে।
যাচাই ডট কম লিমিটেড একশপ-এর পেমেন্ট, লজিস্টিক, প্রমোশনাল টুলস, টেকনিক্যাল সহায়তা ও পরামর্শ সেবা নিয়ে একটি শক্তিশালী দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে নতুন করে আত্মপ্রকাশ করবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/